Sunday, September 20, 2020
Thursday, September 17, 2020
Monday, September 7, 2020
সাজদা- #শায়েখ আব্দুল্লাহ আল-মুনীর#
আবারো পালিয়ে যায় ইবলিস শয়তান| নামাজ আর সাজদাকে ভীষণ ভয় করে সে| বিশেষ করে জগা ফকীরের এই সাজদা দেখে তার মনটা বিষিয়ে যেতে থাকে| গত কাল অবধি যে অন্তরটা আগাছাতে ভর্তি ছিলো সেটাই কিনা আল্লাহর স্বরণের নুরে আলোকিত হয়ে গেলো! দুঃখ আর অপমানে মনটা কেঁদে উঠলো তার| দূরে গিয়ে মাটিতে বসে হাউ মাউ করে কাঁদতে লাগলো সে| কাঁদতে কাঁদতে মুঠো ভর্তি মাটি নিয়ে নিজের মাথাতেই ফেলতে লগলো বারংবার| আর বলতে লাগলো,
— হায় হায়! জগার মতো লোক| সাজদা করে জান্নাত পেয়ে গেলো আর আমি আদমকে সাজদা না করে হতভাগা হয়ে গেলাম| কি ক্ষতি আমার হলো|
Subscribe to:
Posts (Atom)