Saturday, June 20, 2020

তাওবা (নাস্তিকতা ও আস্তিকতা) #শায়েখ আব্দুল্লাহ আল-মুনীর#


কথাটা শেষ হতেই দু’জনে জড়াজড়ি করে হাসতে থাকে। তখনই দুজনের মাঝে একটা পার্থক্য খুজে পায় রিয়াদ। এক জনের দাঁত লাল আর অন্য জনের দাত লালচে। মানে একজন পান বেশি খায় তাই তার দাঁত পুরাই লাল আর অন্য জন কম খায় তাই তার দাঁত প্রায় লাল। হটাৎ রিয়াদের চিন্তা ভিন্ন দিকে মোড় নেয়। আতিম মানে যাকে মুক্ত করা হয়। আজ তার নামের সাথে কাজটা খুব মিলেছে। নাস্তিকতার ভয়াল থাবা থেকে মুক্তি পেয়েছে। এখন শেষ বিচারের দিন জাহান্নাম থেকে মুক্তি পেলেই স্বার্থকতা। কথাটা ভেবে কেনো জানি উদাসীন হয়ে ওঠে রিয়াদের মনটা।

কম্পিউটারে পড়ার জন্য


No comments:

Post a Comment

দ্বীনের দাওয়াত হলো নিজে দ্বীনের উপর টিকে থাকা।