Saturday, June 20, 2020

বিবিজান হুজুরের হারানো বিদ্যা- ইসলামী উপন্যাস #শায়েখ আব্দুল্লাহ আল-মুনীর#


বাড়ির দক্ষিণ পাশে এবার তারা নিজের খরচে দু-কামরা ঘর করে দেবেন। সেখানে গিয়ে ছেলে বউ বেশ আরামেই থাকতে পারবে। সুমি বলল, আমি যাব। তবে একটাই শর্ত, আমার উপর যদি কোনো লন্যায় করা হয় তবে আবারও চলে আসব।

তারপর থেমে মিয়া বাড়িতে বউ-শ্বাশুড়ি সুখে শান্তিতেই বসবাস করতে লাগল। সমাজের লোকজন অবশ্য বিনা টিকিটে যাত্রাপালা না পেয়ে কিছুটা নাখোশ হয়েছিলো। আর সই ঠিকঠাক ছিলো।

কম্পিউটারে পড়ার জন্য


No comments:

Post a Comment

দ্বীনের দাওয়াত হলো নিজে দ্বীনের উপর টিকে থাকা।