রুপকথার গল্পগুলো
শেষ হয় রুপকথারই মধ্যে। বলা হয়, তারপর তারা সুখে-শান্তিতে বসবাস করতে লাগলো। আর মজিদের
কাহিনীগুলোর শেষ তার বাস্তব জীবনে। রুপকথার নায়িকাদের নিয়ে সে তার বাস্তব জীবনেই সুখে
শান্তিতে বসবাস করছে। জটিল ব্যাপারই বটে ! একেবারে বোধের অগম্য। কিন্তু মহান আল্লাহ
বলেন, তোমার রবের অসাধ্য কিছুই নেই {ফাতির/44}
No comments:
Post a Comment